শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অঙ্গার

News Sundarban.com :
জুলাই ১৩, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ

অঙ্গার

পৃথিবীতে দিয়েছে করোনা হানা-
কোথাও নেই তার যেতে মানা,
২৪ ঘন্টাই দিচ্ছে যত্রতত্র হানা-
আক্রান্ত কিংবা মৃত্যুর সংখ্যা যায় না গোনা!!

দেখা যায় না ঘরে থাকো বসে-
কষ্ট হয় হোক দুঃখ তাতে কি সে,
সুস্থ ও ভালোই থাকবে-
প্রাণটা ও বাঁচবে শেষে।।

যতই মুখটি ঢাকো পরে মাস্ক-
প্রতিষেধক টিকা বের না হলে,
মনে রেখো বিপদ কখনও যাবে না,
বাতাসে ভাসছে মহামারী করোনা ভাইরাস!!

হাতে গ্লাভস,সাথে স্যানিটাইজার-
রকমারী রঙ বে রঙের যতই বাহার,
রাখতে হবে সঠিক মাপের দূরত্ব বজায়-
সংক্রমণ হবে যদি মিলেমিশে হও একাকার।।

মৃত্যু হয় হোক যা গেছে তা যাক-
পৃথিবীর খেলাঘরে চিন্তা করে কি হবে আর,
কেউ হাসে কেউ বা কাঁদে-
চলছে কলির শেষ আঁধার।।

অতল গহ্বরে যেতে একটু আছে বাকি-
মৃত্যু শেষে হতে হবে সকল কে অঙ্গার,
তবুও এখনও চলছে খেলা কানামাছি-
অর্থের লালসা পিপাসু ধরণীর প্রতি কণা মাটি।।

আশা ভরসা অহংকার-
লোভ লালসা কৃপণতা,
তুমি যতোই বড়াই করো-
শশ্মানের চিতায় হবে যবনিকা।।