যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দুজনকেই এদিন লালবাজারে ডেকে পাঠানো হরেছে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে চান, ইউজিসি-র নির্দেশিকায় হস্টেলে সিসি ক্য়ামেরা লাগানোর কথা বলা থাকলেও, যাদবপুর হস্টেল ক্য়াম্পাসে সিসি ক্যামেরা নেই কেন? গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। হস্টেলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? এছাড়াও রেজিস্ট্রার ও ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।