শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 রোনালদোর ছবিতে আইএসের হুমকি

News Sundarban.com :
অক্টোবর ৩১, ২০১৭
news-image

রাশিয়া বিশ্বকাপের আগে ভীতি ছড়িয়েই যাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। ইসলামের নাম ব্যবহার করে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালানো সংগঠনটি এবার ফুটবল অঙ্গনেও রক্ত ঝরানোর ঘোষণা দিয়েছে। লিওনেল মেসি এবং নেইমারের ছবি রক্তাক্ত ছবি দিয়ে বিশ্বকাপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে সন্ত্রাসী সংগঠনটি। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি ব্যবহার করেও হুমকি দেয় আইএস।

আগামী বছর রাশিয়ার মাটিতে বিশ্বকাপের আসর বসবে। মেসি ও নেইমারের পাশাপাশি ফ্রান্সের কোচ দিদিয়েশ দেশমের ছবি পোস্ট করেও হুমকি দেয় আইএস। এবার ভীতি সৃষ্টি করতে সন্ত্রাসী সংগঠনটি।

সোমবার রোনালদোর একটি ছবি প্রকাশ করে আইএস। ছবিতে দেখা যায়, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টারের চোখের নিচে আঘাতের চিহ্ন। রোনালদোর পেছনেই দাঁড়িয়ে রয়েছেন এই অস্ত্রধারী আইএস সন্ত্রাসী।

ছবির ছোট্ট ক্যাপশনের কথাগুলো ছিল বেশ ভয়ানক। তাতে লেখা হয়, ‘আমরা যেটা বলি সেটা শোনা যায় না; দেখতে হয়। সুতরাং, তোমরা অপেক্ষায় থাকো। আমরাও অপেক্ষায় আছি।’