শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বোল্টের রেকর্ড ভেঙে দিলেন জ্যামাইকান স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স

News Sundarban.com :
অক্টোবর ১, ২০১৯
news-image

গতিতে হারাতে না পারলেও নারী হয়ে বোল্টের রেকর্ড ভেঙে দিলেন জ্যামাইকান স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স। অলিম্পিকে আটবার সোনাজয়ী বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জিতেছেন ১১টি সোনার পদক। মোট পদকসংখ্যা বিচারেও বোল্টকে পেছনে ফেললেন ফেলিক্স। বোল্টের (১৪) চেয়ে তিনটি পদক বেশি জিতেছেন ফেলিক্স (১৭)।

স্প্রিন্টের ১০০ ও ২০০ মিটার এবং ৪০০ মিটার রিলে দৌড়ে বোল্ট বিশ্ব রেকর্ড ধারি। গতি বিচারে ফেলিক্সের সঙ্গে বোল্টের তুলনা চলে না। তবে ফেলিক্সের এবারের সাফল্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তাঁর নিকট অতীত বিচারে। সন্তান জন্মদান নিয়ে শারীরিক জটিলতার জন্য ১৩ মাস ট্র্যাকের বাইরে ছিলেন ৩৩ বছর বয়সী এ স্প্রিন্টার। ট্র্যাকে ফিরেছেন গত জুলাইয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে মোট ২৬টি পদক জিতলেন ফেলিক্স। এর মধ্যে রয়েছে অলিম্পিকে ছয়টি সোনার পদকও। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক মিলিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফেলিক্সের পদকসংখ্যাই সবচেয়ে বেশি।

দোহায় নিজের মেয়ে ক্যামরিনের সামনে অনন্য এ কীর্তি গড়তে পেরে ভীষণ আনন্দিত ফেলিক্স, ‘মেয়ের সামনে পারফর্ম করতে পারা আমার কাছে বিশেষ কিছু। বিশ্বজয়ের সমান। পাগলাটে একটা বছর কাটছে আমার।’