শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবার পাঠানখালীতে দুমিনিটের ঝড়ে উড়ে যায় বহু বাড়ির চাল

News Sundarban.com :
অক্টোবর ৮, ২০১৭
news-image

শনিবার সকালে আচমকা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হল দক্ষিণ ২৪ পরগণার গোসাবা ব্লকের পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সত্তরটির বেশী বাড়ি। এরমধ্যে প্রায় ত্রিশটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের জন্য ত্রিপল দেওয়া হয়েছে। আচমকা ঝড়ের তাণ্ডবে আতঙ্কিত এলাকার মানুষজন।
শনিবার সকালে তখন ও এলাকার সমস্ত মানুষজন ঠিকভাবে ঘুম থেকে ওঠেনি। বাইরে আচমকা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। মুহূর্তে সেই ঝোড়ো হাওয়া প্রচণ্ড ঘূর্ণিঝড়ে রূপ নেয়। ঝড়ে একের পর এক কাঁচা বাড়ি ভেঙে পড়তে থাকে। ভাঙতে থাকে এলাকার বড় বড় গাছ থেকে শুরু করে ইটের পাঁজা। মাত্র দুমিনিটের ঝড়ের দাপটে বহু বাড়ির চাল উড়ে যায়।
আচমকা সকাল বেলায় প্রায় ২০০ কিমির বেগে আসা ঘূর্ণি ঝড়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।