শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কন্যাশ্রীদের জন্য সুখবর !

News Sundarban.com :
আগস্ট ১৪, ২০১৮
news-image

কন্যাশ্রী প্রকল্প চালু করার জন্য মেয়েদের ভবিষ্যত আগের থেকে অনেক বেশি সুরক্ষিত হয়েছে ৷ কন্যাশ্রীর ফলে ড্রপআউট কমেছে ৷ ড্রপআউট কমায় শিক্ষার হার বেড়েছে ৷ কন্যাদের জন্য আজকের দিন উৎসর্গ ৷ একদিন পৃথিবী জুড়ে এই দিন পালিত হবে ৷ কন্যাশ্রী এখন মডেল ৷ কন্যাশ্রীর মেয়েরা পৃথিবীর গর্ব ৷ কন্যাশ্রীর মেয়েরা একদিন পৃথিবী জয় করবে ৷ কন্যাশ্রীর মেয়েদের ভর্তি নিশ্চিত করতে আগামিদিনে তৈরি করা হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় ৷’কন্যাশ্রী প্রকল্পের পাঁচ বছর পুর্তি উপলক্ষে মঙ্গলবার নজরুলমঞ্চে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ রাজ্যের সমস্ত স্কুলের মেয়েদের জন্য কন্যাশ্রী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কন্যাশ্রীর সদস্য ছিল প্রায় ৫০ লক্ষ ৷ এবার আরও ৩ লক্ষ মেয়েকে সেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ কন্যাশ্রীর আওতায় রাজ্যের সমস্ত স্কুলের মেয়েদেরকেই আনা হবে ৷ যদিও এতে ২০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে ৷’
একইসঙ্গে নজরুলমঞ্চে দাঁড়িয়ে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথাও জানালেন মমতা ৷ স্কুল বা কলেজের পর যাতে মেয়েদের পড়াশুনা থমকে না যায় ৷ সেই কারণেই কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করলেন তিনি ৷ কন্যাশ্রীর জন্য উপকৃত রাজ্যের স্কুলছাত্রীরা ৷ আর যা বিশ্বের কাছে গর্বের বিষয় বলে দাবি করলেন মমতা ৷ তিনি বলেন, এদিনের অনুষ্ঠানে উপস্থিত স্কুল ছাত্রীদের উদ্বুদ্ধ করতে মেয়েদের এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন,
বাংলার কখনও হার মানে না ৷ বাংলার মেয়েরা এগিয়ে যাক ৷ দাঙ্গা, কুৎসার বিরুদ্ধে রুখে দাঁড়াক মেয়েরা ৷ অন্যায়ের প্রতিবাদ করুক কন্যাশ্রীর মেয়েরা ৷ মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে ৷ কন্যাশ্রী আমাদের সবার গর্ব ৷ তারা সভ্যতা, সংস্কৃতি, সংহতির গর্ব ৷ স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে সম্মান ৷ একইসঙ্গে ছাত্রীদের স্কিল ট্রেনিংয়ের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথাও মঞ্চ থেকেই দুই দফতরের সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷
রাজ্যের মেয়েরা যাতে সকলে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে ৷ সেই নিয়েও বারবার ছাত্রীদের উদ্দেশে বার্তা দেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি তাদের ভবিষ্যত যাতে সুরক্ষিত হয় ৷ সেই লক্ষ্যেই যে, কন্যাশ্রী প্রকল্পের ঘোষণা করেন মমতা সেকথাও এদিন আরও একবার স্মরণ করিয়ে দিলেন তিনি ৷