বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কিভাবে আবেদন করবেন রূপশ্রী’ প্রকল্পে

News Sundarban.com :
ফেব্রুয়ারি ৪, ২০১৮
news-image

আজ আমাদের চারপাশটা আধুনিকতার মোড়কে মোর, এই ইন্টারনেট কম্পিউটারের যুগে দাঁড়িয়েও, আমাদের চিন্তাভাবনায় কোথাও না কোথাও পুরানো যুগের ভাব্না।তাই আজও পরিবারের পুত্র ও কন্যা সন্তানের ম্ধ্যে ভাদাভেদ করা হয়। মেয়ে সন্তান হলে পরিবারের কপালে ভাঁজ পড়ে৷ কারণ টাকা খরচ করে বিয়ে দিতে হবে যে! অনেক সময় কন্যা সন্তান হলেই মাকে হেনস্থার শিকারও হতে হয়৷ কিন্তু এবার মুখ্যমন্ত্রীর ন্তুন প্রকল্পের ‘রূপশ্রী’র মাধ্যমে বিবাহযোগ্য দরিদ্র পরিবারের মেয়েরা পাবেন ২৫হাজার টাকা৷ অনেক সময় কোন কোন পরিবারে ১৮ বছরের কম বয়সের মেয়েদের মাঝ্প্থে পড়াশোনা ছাড়িয়ে জোর করে বিয়ে দিয়ে হয়। এই প্রকল্পের ম্ধ্য দিয়ে এই সম্স্যা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।কিন্তু কিভাবে পাওয়া যাবে সেই টাকা?
এই প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে৷ কি সেই শর্ত?
১) কন্যার বয়স ১৮বছরের বেশি হতে হবে৷
২) ওই পরিবারগুলির বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে৷
উল্লেখ্য, এই সমস্ত পরিবার এককালীন ২৫ হাজার টাকা সহায়তা পাবেন৷ এই রূপশ্রী প্রকল্পের জন্য ১৫০০কোটি বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে৷ পাশাপাশি, রাজ্যের কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘে পুরষ্কৃত হয়েছিল গত বছরেই ৷ ১৫ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ লাখেরও বেশি ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় এনে নেদারল্যান্ডে রাষ্ট্রসংঘের ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রাজ্যে প্রায় ৬ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় আসবে বলে জানানো হয়েছে৷ কন্যাশ্রীর পর এবার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে দেড় হাজার কোটি টাকা৷
বাজেট পেশের সময়ে রূপশ্রী প্রকল্পের যৌক্তিকতা কিংবা প্রাসঙ্গিকতা নিয়ে সেভাবে কিছু না বলা হলেও, সমাজ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নাবালিকা বিয়ে রুখতেই এবার নয়া পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷