বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অসুস্থ বৃদ্ধকে ১৪ ঘন্টা কফিনে রেখে দিল পরিবার, জানলে অবাক হবেন

News Sundarban.com :
অক্টোবর ১৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: অসুস্থ এক বৃদ্ধকে হাসপাতালে না নিয়ে টানা ১৪ ঘন্টা কফিনে রেখে দিল পরিবারের লোকেরা।  ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুর সালেম এলাকার বালসুব্রক্ষ্মনিয়াম কুমার নামের ৭০ বছর বয়সী ওই ব্যক্তি তার ভাই সর্বানন ও পরিবারের সঙ্গে থাকতেন। সোমবার বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে না নিয়ে তাকে রাখার জন্য একটি ফ্রিজার তৈরির কারখানায় ফোন করে লাশ রাখার একটি ফ্রিজার আনানো হয়।
কারখানার কর্মীরা ফ্রিজার পৌঁছে দেওয়ার সময় মঙ্গলবার সেটা ফেরত নেওয়ার কথা জানান।
মঙ্গলবার সন্ধ্যায় ফ্রিজটি ফিরত নিতে গিয়ে তাদের চক্ষু চড়কগাছ। ফ্রিজের ভেতরে রাখা শরীরে তখনও প্রাণ ছিল। পুলিশে ফোন করেন তারা।

বিষয়টি স্বাভাবিক নয় বুঝতে পেরে পুলিশে খবর দেন ফ্রিজার কারখানার কর্মীরা।
পুলিশ এসে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
এ ঘটনায় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
কিন্তু কেন এমন কাণ্ড? ওই বৃদ্ধের ভাই সর্বানন জানান, আমরা ভেবেছিলাম দাদা ঘণ্টা দুয়েকের মধ্যে মারা যাবে। তাই তাকে ফ্রিজারে রাখা হয়।

তবে পুলিশের দাবি, ওই ব্যক্তির পরিবারের সদস্যরা মানসিকভাবে সুস্থ নন।
যদিও অন্য আরেকটি সূত্রের দাবি, ব্যক্তিগত শত্রুতা বা সম্পত্তির লোভে ওই বৃদ্ধকে খুন করার চক্রান্ত করা হয়েছিল কি-না, সেটা তদন্ত করা হবে।