শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ট্রেনেই করে ফেলতে পারেন টুকটাক শপিং

News Sundarban.com :
জুলাই ১৯, ২০১৮
news-image

দূরে কোথাও ঘুরতে গেলে ট্রেন জার্নি এখন আর একঘেয়েমি হবে না ৷ ঘুরতে যাওয়ার পথে ট্রেনেই করে ফেলতে পারেন টুকটাক শপিং ৷ ভারতীয় রেলের সেন্ট্রাল রেলওয়ে জোনের মুম্বই ডিভিশন এই নয়া পরিষেবার প্রস্তাব দিয়েছে ৷ যার জেরে ট্রেনে বসেই এবার আপনি বিমানে চড়ার স্বাদ পেতে পারেন সহজেই ৷
প্রাথমিকভাবে তিনটি এক্সপ্রেস ট্রেনে এই শপিং পরিষেবা শুরু হচ্ছে ৷ তবে, এই নয়া পরিষেবার জেরে যাত্রীদের মধ্যে যদি জনপ্রিয়তা দেখা যায়, তাহলে তা আরও বেশ কয়েকটি ট্রেনে চালানো হবে ৷ এমনটাই ভারতীয় রেলসূত্রে খবর ৷
কোনারক এক্সপ্রেস ট্রেন, চেন্নাই এক্সপ্রেস ট্রেন এবং এরানাকুলাম-হজরত-নিজামুদ্দিন দুরন্ত এক্সপ্রেসের এসি কোচে এই পরিষেবা শুরু হবে ৷ পরীক্ষামূলকভাবে তিনটি ট্রেনে এই শপিং পরিষেবা শুরু হচ্ছে ৷ এই নয়া পরিষেবার অধীনে যাত্রীরা ট্রেনে সামান্য টাকার বিনিময়ে পেতে পারেন ইয়ারফোন, কসমেটিক এবং বিউটি প্রোডাক্টস ৷ আগামী এক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হতে চলেছে এই পরিষেবা ৷ যাত্রীরা নগদ টাকা কিংবা অনলাইনে টাকা ট্রান্সফার করেও এই জিনিসগুলো কিনতে পারবেন ৷
প্রসঙ্গত, পীযূশ গোয়েল দেশের ৯০ টি রেল স্টেশনকে বিশ্বমানের এবং বিমানবন্দরের মত করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ৷ রেল স্টেশনেই সিসিটিভি ক্যামেরা, ওয়াইফাই, এলইডি লাইট বসানোর ভাবনা চিন্তা চলছে ৷