বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

তবে এবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে বলা হয়েছে পড়ুয়াদের

News Sundarban.com :
নভেম্বর ১৭, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেক্স: করোনা সংক্রমণ এবং লকডাউনের জন্য বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই মতই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে যারা ভর্তি হবে সমস্ত কাজ এতদিন হচ্ছিল অনলাইনে। তবে এবার রেজিস্ট্রেশনের জন্য কলেজে আসতেই হবে পড়ুয়াদের। এমনই জানা গিয়েছে। তবে এখনই এ বিষয়ে পাকাপাকিভাবে কোন মত পোষণ করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়।

সূত্রের খবর,প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা এতদিন তাদের যাবতীয় তথ্য কলেজে জমা করেছে। এর অধিকাংশই ভর্তির সময় স্ক্যান করে নেওয়া হচ্ছিল মার্কশিট। রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে স্ক্যানিং ব্যবহার করছিল কলেজ । তবে এবার বিশ্ববিদ্যালয়ের সমস্ত তথ্য সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে বলা হয়েছে পড়ুয়াদের। যার ফলে কার্যত সমস্ত পড়ুয়াকে কলেজে গিয়ে তাদের নথি জমা দিতে হবে বলে মনে করছেন অধ্যক্ষরা।

এই নিয়ে আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরাসরি ভাবে কোনো উত্তর না পাওয়া গেলেও এই ভাবেই যে কাজ পরবর্তীকালে হতে পারে সেই কথাও বলছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষরাই।