শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকতা বিষয়ক কর্মশিবির বারুইপুরে

News Sundarban.com :
মার্চ ২, ২০১৮
news-image

সাংবাদিকদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক একদিনের এক কর্মশিবির অনুষ্ঠিত হল।সোমবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের টিডিঅারসি তে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ আয়োজিত “উন্নয়নমুলক সাংবাদিকতা বিষয়ক কর্মশিবির” এ বিভিন্ন পত্র-পত্রিকা,টিভি চ্যানেলের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।এদিন প্রদীপ প্রজ্জ্বোলন করে কর্মশিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মৃণাল রাণে,জেলা পরিকল্পনা আধিকারিক অঞ্জন বিশ্বাস,তথ্য ও সংস্কৃতি দফতরের যুগ্মসচিব আলোক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বিশিষ্ট সাংবাদিক স্নেহাশীষ সুর,দেবাশীষ ভট্টাচার্য,মিডিয়া মেন্টর বিশ্বজিৎ মতিলাল,বারুইপুর মহকুমা শাসক শ্যামা পারভিন,জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।
এদিন গ্রামীণ সংবাদপত্রের গুরুত্ব নিয়ে বিশেষ ভাবে আলোকপাত করেন সাংবাদিক স্নেহাশীষ সুর।তিনি বলেন “সাংবাদিকদের কোন ছুটি নেই ২৪ ঘন্টাই কাজ করে থাকেন তাই তাঁদেকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকারের উদ্যোগেই এই কর্মশিবির”।
সাংবাদিক অভিঞ্জান নস্কর,প্রসেনজিৎ সাহা,উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,অরুনাভ হালদার’রা জানান “প্রশাসনের কর্মকর্তাদের সাথে এমন কর্মশিবির যদি বছরে তিন-চার বার হয় তাহলে খুবই ভালো হবে এবং মধুর সম্পর্ক তৈরী হবে”।এদিন এই বিশেষ শিবির জেলার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।