বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুল চিকিত্সায় আড়াই বছরের শিশুকন্যার মৃত্যুর

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০১৮
news-image

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর শহরের কোনো ন্তুন ঘট্না নয়, এই অভিযোগে কাঠগড়ায় শহরের তিনটি হাসপাতাল। ভুল চিকিত্সায় আড়াই বছরের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ। ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা,। জ্বর থাকায় গত সোমবার কামালগাজির বাসিন্দা ওই শিশুটিকে মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মেয়ে সুস্থ হয়ে উঠছিল। আজ সকালে তাকে একটি ইঞ্জেকশান দেওয়া হয়। এর পরই আচমকা শিশুটির মৃত্যু হলে আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালে শুরু হয় বিক্ষোভ। কর্তৃপক্ষের দাবি, শিশুটির শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল। তার অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু আজ সকালে বমি হওয়ায় তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।
– এবিপি আনন্দ