মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

News Sundarban.com :
মে ২২, ২০১৮
news-image

ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বিহারের ঘূর্ণাবর্ত জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, নদিয়া , উত্তর ২৪ পরগণায় ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ঝড়ের পাশাপাশি ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওড়ার বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবারেই হাওয়া অফিস জানিয়েছিল উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই মতোই আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আকাশ মেঘলা রয়েছে। কলকাতার আকাশও মেঘে ঢাকা ছিল। সল্টলেকে ছিটেফোঁটা বৃষ্টিও হয়। তবে এই মুহূর্তে সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের ওই পাঁচটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মেঘ শক্তিশালী হলে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।