শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতের অর্থ নীতি থেকে রাজনীতি সব ক্ষেত্রে উঠেছে ঝড় হঠাৎই নীরব হলেন সরব

News Sundarban.com :
ফেব্রুয়ারি ২০, ২০১৮
news-image

নীরব মোদির ব্যাঙ্ক জালিয়াতির খবরে যখন ভারতের অর্থ নীতি থেকে রাজনীতি সব ক্ষেত্রে উঠেছে ঝড় হঠাৎই নীরব হলেন সরব। পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক কে লেখা চিঠিতে নীরব জানিয়েছেন, থানা পুলিস মিডিয়ার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর সংস্থার ভাবমূর্তি। তাই এখনই ঋণের টাকা ফেরত দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। ব্যাঙ্কের বিরুদ্ধে তোপদাগলেন নীরব। ব্যাঙ্কের অধৈর্যের কারনে নাকি ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা নীরবের ব্যবসার ক্ষতি হয়েছে।তিনি আরো লিখেছেন তাঁর পরিবারের মানুষ জন নিরপরাধ তাঁদের অকারণে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তাঁর সংস্থার বাইশশো কর্মচারির বেতন পিএনবিকেই মেটাতে হবে। চিঠিতে দাবি নীরবের।
ব্যাঙ্কের তরফে অবশ্য এই বিষয়ে কোনো প্রত্যুত্তর পাঠানো হয়নি। তাঁদের মতো আইন তার নিজের পথে চলবে। অন্যদিকে গোটা দেশ জুড়ে পি এন বি র গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ। তাঁরা কোনো ভাবেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের আশ্বাসবানীতেও আশ্বস্ত হতে পারছেন না নিজেদের আমানত সুরক্ষিত আছে কিনা সেই চিন্তায়।