শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইঁদুরের তান্ডবে ধূলিসাৎ১২ লাখ টাকা

News Sundarban.com :
জুন ১৯, ২০১৮
news-image

এটিএম-এ আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেল ইঁদুর। এদের তান্ডবে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতির মুখে। খুদে বাহিনীর অত্যাচারে এটিএম-এ থাকা ১২ লক্ষ টাকার কিছু বেশি নগদ এখন পরিণত হয়েছে কাগজ কুচিতে।জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে স্টেট ব্যাঙ্কের ওই এটিএম মেশিনে সমস্যা চলছিল। গত ২০ মে থেকে এটিএম মেশিনটি বন্ধ হয়ে পড়েছিল। এসবিআই আধিকারিক জানিয়েছেন, বন্ধ হয়ে যাওয়ার একদিন আগেই এটিএম-এ টাকা ভরার দায়িত্বে থাকা সংস্থা- গ্লোবাল বিজনেস সলিউশন ওই মেশিনে ২৯ লাখ টাকার ক্যাশ ভরে। মুষিক বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছে বাকি ১৭ লাখ টাকা।
ইঁদুরের তান্ডবে সর্বনাশ ঘটেছে অসমের তিনসুকিয়া জেলার লৌপুলি এলাকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক এটিএমে। ৫০০ এবং ২০০০ টাকার নোটে থাকা ১২ লক্ষ ৩৮ হাজার টাকার নগদ মনের সুখে চিবিয়ে কুচোনো কাগজে পরিণত করেছে মুষিক বাহিনী। তবে একি শুধুই ইঁদুরের দুষ্কর্ম, নাকি এর মধ্যে রয়েছে অন্য দুর্নীতি তা নিয়ে উঠছে প্রশ্ন।