শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোসাবা বিধানসভায় উপনির্বাচন ৩০ অক্টোবর

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২১
news-image

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং -পুজোর মধ্যে ভোটের ঢাকে কাঠি পড়লো। ১২৭ গোসাবা বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। ভোন গণনা হবে ২ নভেম্বর।এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

উল্লেখ্য ১২৭ গোসাবা বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছিল ২ এপ্রিল। ভোট গণনা হয়েছিলে ২ রা। এই বিধানসভা কেন্দ্র থেকে তৃতীয় বারের জন্য বিজেপি প্রার্থী চিত্ত ওরফে বরুন প্রামাণিক কে ২৩৭০৯ ভোটে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হয়েছিলন জয়ন্ত নস্কর।৮ মে তৃতীয় বারের জন্য বিধায়ক হিসাবে শপথ নিয়েছিলেন তিনি।

এরপর ১১ মে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে সরকারী হাসপাতালে এবং পরে একটি বেসরকারী নার্সিং হোমে ভর্তি হন চিকিৎসার জন্য।পরে করোনা নেগেটিভ হওয়ায় সুস্থ হয়ে ওঠেন তিনি।করোনায় অব্যহতি পেলেও তৃতীয় বারের বিধায়ক জয়ন্ত বাবুর পরে ফুসফুস অকেজো হয়ে যায়।১৯ জুন রাত ৮ টা ২০ মিনিটে একটি বেসরকারী নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয়ন্ত বাবুর প্রয়াণে গোসাবা বিধানসভা বিধায়ক শূণ্য হয়ে পড়ে।