শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের নামল পারদ

News Sundarban.com :
জানুয়ারি ২২, ২০১৮
news-image

ফের সামান্য নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল পারদ নেমেছিল ১৩.৫ ডিগ্রিতে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাগুলিতে থাকবে ঠান্ডার প্রকোপ। বেশিরভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দার্জিলিং ৩, কালিম্পঙে ৭ এবং পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ ডিগ্রি। বাঁকুড়া, দুর্গাপুর ও বর্ধমানে ১০ ডিগ্রিতে,মুর্শিদাবাদ, বারাসাত, হাওড়া, হুগলি ও শ্রীনিকেতনে ১১ ডিগ্রি তাপমাত্রা রয়েছে । জলপাইগুড়ি, কৃষ্ণনগর, মেদিনীপুরে পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। ১৩ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তমলুক, ডায়মন্ড হারবার, রায়গঞ্জ ও মালদায়। বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই দিন কলকাতার তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১২-র মধ্যে। আগামী ২ দিন হালকা কুয়াশার দাপট থাকবে কলকাতা ও জেলায়। ঘন কুয়াশার জন্য শীতল দিনের সম্ভাবনা উত্তরবঙ্গে।