বাসন্তী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে বাস, আহত কমপক্ষে ২০

বাসন্তী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস । এই ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। চালক ও খালাসির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ তাঁদের কলকাতার হাসপাতালে আনা হয়৷
বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট এলাকায়। বাসটি কলকাতার দিক থেকে ঘটকপুকুরের দিকে যাচ্ছিল৷ বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটি ধাক্কা মারে রাস্তার পাশে একটি গাছে। যার জেরে আসন থেকে হুড়মুড়িয়ে পড়েন যাত্রীরা। বাসের চালক ও কন্ডাক্টার গুরুতর আহত হয়েছেন। জখম হন বেশ কয়েকজন যাত্রী৷
স্থানীয় মানুষ ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করা শুরু করে৷ আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার দুপুরে বি গার্ডেন ধামাখালি রুটের একটি বাসকে এক বাইক আরোহী অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের সামনে পড়ে যায়৷
ওই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে চালক বাসটিক ফুটপাথের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। সামনেই ছিল অসংখ্য গাছ। তার একটি গাছে সজোরে ধাক্কা মারে ওই বাসটি। জোরা ধাক্কা মারার ফলে বাসের কেবিনটি দুমড়ে মুচড়ে যায়। বাসের আসনগুলি গিয়ে পড়ে একে-অপরের উপর ৷