স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী

মালদার গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের খন্তা বিহারগাঁও এলাকায় স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন স্বামী। সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।
জানা গেছে, মৃতের নাম অমিত বসাক (৩০)। ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে অমিত আত্মহত্যা করেছেন বলে মনে করছে পরিবার।
পুলিশ জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।