শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার বিশেষ ছাড় পাসপোর্টে

News Sundarban.com :
জানুয়ারি ২০, ২০১৮
news-image

এবার ভারত সরকার পাসপোর্ট সার্ভিস পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছে। বিদেশ মন্ত্রক এর জন্য কাজ শুরু করে দিয়েছে ৷ জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তিনি এও জানিয়েছেন, পরিষেবা উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করা হবে৷ তিনি এও বলেনে, পাসপোর্ট পরিষেবার সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ করার চেষ্টা চলছে৷ এর জন্য সমস্ত আবেদন যত তাড়াতাড়ি সম্ভব খতিয়ে দেখা হচ্ছে৷ সম্প্রতি পাসপোর্ট নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও এই পরিষেবা দ্রুত করার কাজে সাহায্য করবে৷ কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, পাসপোর্টের শেষের পাতাটি প্রিন্ট করা হবে না৷ এতে কাজ আরও দ্রুত হবে বলে মনে করছে বিদেশ মন্ত্রক৷
বিদেশমন্ত্রী জানিয়েছেন, আট বছরের নিচে শিশুদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফি ১০ শতাংশ কমিয়ে দেওয়া হচ্ছে৷ একই শর্ত প্রযোজ্য হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রেও৷ বিদেশমন্ত্রী এও জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর ১৯ শতাংশ বেশি আবেদনপত্র জমা পড়েছে৷ ভারতীয় পাসপোর্টের শেষ পাতাটিতে ব্যক্তির বাবা বা আইনি অভিভাবক, মা, স্ত্রী বা স্বামী ও ঠিকানা মুদ্রিত থাকে৷ বিদেশ মন্ত্রকের ৩ সদস্যের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে৷ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল পাসপোর্টে বাবার নাম আর রাখা যাবে না৷ তার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদেশ মন্ত্রক৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, পাসপোর্টের এই নতুন ভার্সনে শেষের পাতাটি ফাঁকা থাকবে৷ তবে তথ্য বিদেশ মন্ত্রকের সিস্টেমে মজুত রাখা হবে৷ ৷ যেহেতু পাসপোর্টের শেষের পাতাটি ফাঁকা থাকবে, তাই সামান্য পরিবর্তন হবে পাসপোর্টে৷ ECR বা ইমিগ্রেশন চেক রিকোয়ার্ডের পাসপোর্টগুলি কমলা জ্যাকেটে মোড়া থাকবে আর non-ECR পাসপোর্টগুলি হবে নীল রংয়ের৷