শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষকদের উপর কড়া নজরদারির ব্যবস্থা করেছে স্কুল শিক্ষা দফতর

News Sundarban.com :
নভেম্বর ১৫, ২০১৭
news-image

শিক্ষকদের নিয়োগ করেই দায়িত্ব শেষ নয় পর্ষদের৷ শিক্ষকদের উপর কড়া নজরদারির ব্যবস্থা করেছে স্কুল শিক্ষা দফতর৷ প্রতিদিন ক্লাসে কোন বিষয়ে কী পড়ানো হবে সে সম্পর্কেও কড়া নজর রাখবে পর্ষদ৷ জানুয়ারি মাস থেকেই চালু হবে এই নয়া নিয়ম৷ প্রথম পর্যায়ে প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য নিয়মটি কার্যকর হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর৷
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষকদের উপর নজরদারি বাড়াতে নেওয়া হচ্ছে এই নয়া উদ্যোগ৷ প্রতিদিন স্কুলে প্রতি ক্লাসে কী কী বিষয় পড়ানো হবে তা উল্লেখ করতে হবে একটি পোস্টারে৷ কোন ক্লাসে সারা বছর কী কী শেখানো হবে তা স্পষ্টভাবে জানানো হবে ওই পোস্টারে৷ নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট পাঠ্যক্রম পোস্টার আকারে সাঁটা থাকবে ক্লাসরুমের বাইরে৷ ওই নির্দেশ অনুযায়ী প্রতি শ্রেণীতে ক্লাস নেবেন শিক্ষকেরা৷
ওই পোস্টার অর্থাৎ এডুকেশন ক্যালেন্ডারে উল্লিখিত বিষয় ও বিষয়ক্রম অনুযায়ী ক্লাসে পড়ানো হচ্ছে কিনা সেবিষয়ে খোঁজ নিতে পারবেন অভিভাবকরা৷ এডুকেশন ক্যালেন্ডারটিও তারা দেখতে পারেন বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর৷
হরিয়ানা সরকারের পথে হেঁটে এবার এ রাজ্যের স্কুলের ক্লাস রুমে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারির ভাবনাও রয়েছে মধ্য শিক্ষা পর্ষদের। সূ