শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেট উইন্সলেটের কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে ‘টাইটানিক’ ছবির দৃশ্য

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০২০
news-image

কেট উইন্সলেটের কথা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে ‘টাইটানিক’ ছবির দৃশ্যগুলো। তার বিখ্যাত ছবির তালিকায় আরও আছে ‘দ্য হলিডে’, ‘রেভল্যুশনারি রোড’, ‘দ্য রিডার’ প্রভৃতি। এরপরও ক্যারিয়ারের ‘কারনেজ’ ও ‘ওয়ান্ডার হুইল’ ছবি দুটি নিয়ে অনুতপ্ত অস্কারজয়ী এই অভিনেত্রী। কারণ এগুলো বানিয়েছেন যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত দুই পরিচালক।

‘কারনেজ’ নির্মাণ করেছেন রোমান পোলানস্কি। আর ‘ওয়ান্ডার হুইল’ ছবির নির্মাতা উডি অ্যালেন। উভয়ের সঙ্গে কাজ করায় অনুশোচনায় পোড়েন এই তারকা।

সম্প্রতি কানাডায় শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কেটের নতুন ছবি ‘অ্যামোনাইট’-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে গত ১১ সেপ্টেম্বর। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অনুশোচনা নিয়ে মুখ খোলেন তিনি।

তার কথায়, ‘এখন মনে হয়, এ আমি কী করেছি? ধ্যাৎ, কেন তাদের সঙ্গে কাজ করতে গেলাম। চলচ্চিত্র দুনিয়ায় তারা এত সম্মানজনক অবস্থান কীভাবে ধরে রেখেছিলেন তা এখন আমার কাছে অবিশ্বাস্য লাগে। এটা পুরোপুরি লজ্জাকর ব্যাপার।’