শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের করোনার থাবা নবান্নে

News Sundarban.com :
আগস্ট ৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  আবারও রাজ্যের সচিবালয়েে হানা দিল মারণ ভাইরাস। এবার আক্রান্ত সচিবলয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক শীর্ষ আধিকারিক। গত শুক্রবার থেকে রাজ্যের সচিবালয়কে জীবাণু মুক্ত করার কাজ চলছে। যে কারণে সোম এবং মঙ্গলবার নবান্ন সম্পুর্ন বন্ধ রাখা হয়। ইতিমধ্যে গতকাল ওই আধিকারিকের করোনা সংক্রমণের খবর শুনে ফের আতঙ্ক ছড়িয়েছে নবান্নের কর্মী মহলে। কলকাতা পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার ওই আধিকারিক গত বছর কলকাতা পুলিশ থেকে অবসর নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁকে নবান্নের সার্বিক নিরাপত্তা দেখভালের জন্য অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে নিয়োগ করা হয়। গতকাল তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই আধিকারিকের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে।

রাজ্যে করনা সংক্রমণ মাথাচাড়া দেওয়ার পর থেকেই একাধিক বার সংক্রমণের কবলে পড়েছে নবান্ন। শীর্ষ আধিকারিক থেকে গাড়ির চালক, আক্রান্তের তালিকা দীর্ঘ। নিয়মিত স্যানিটাইজেশন এবং যাবতীয় সুরক্ষা বিধি মেনেও এই প্রবণতায় লাগাম টানা যাচ্ছেনা। তাই স্বাভাবিক ভাবেই সাধারণ কর্মী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপি দের সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের প্রধান মাথাব্যথার কারণ হয়ে উঠেছে।