মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বয়স ৪৫ পেরোনো মুসলিম নারীরা পুরুষ আত্মীয় ছাড়াই হজে যেতে পারবেন

News Sundarban.com :
অক্টোবর ৯, ২০১৭
news-image

 

ভারতে মুসলিম নারীদের হজযাত্রা সংক্রান্ত নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, বয়স ৪৫ পেরোনো মুসলিম নারীরা পুরুষ আত্মীয় ছাড়াই দলবদ্ধভাবে হজে যেতে পারবেন। তবে এক দলে চারজন বা তার বেশি সংখ্যক নারী থাকতে হবে। ভারতে কোনো মুসলিম নারী হজে যেতে চাইলে স্বামী বা পুরুষ আত্মীয় সঙ্গে যাওয়ার রেওয়াজ চালু আছে। এবার সেই রেওয়াজ উঠে যাক- এমনটাই চায় কেন্দ্রীয় সরকার। হজ রিভিউ কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা আফজল আমানুতুল্লা বলেন, কোনো কোনো মুসলিম পরিবারে পুরুষ আত্মীয় ছাড়া নারীদের হজে যেতে দেওয়া হয় না। তবে এখন থেকে বয়স ৪৫ বছর হলে মুসলিম নারীদের পুরুষ আত্মীয় ছাড়াই দলবদ্ধভাবে হজে যাওয়ার অনুমতি দেবে ভারতের সরকার। তবে মুসলিমরা সেই সুযোগ নেবে কিনা, তা তাদেরই ঠিক করতে হবে। কেন্দ্রীয় সরকার জোর করে কোনো কিছু চাপিয়ে দেবে না।

ভারতে সম্প্রতি হজযাত্রা নিয়ে সরকারের নীতি পর্যালোচনার জন্য হজ রিভিউ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়। এরপর শনিবার মন্ত্রী মুখতার আব্বাস নাকভির কাছে রিপোর্ট জমা দেন হজ রিভিউ কমিটির চেয়ারম্যান আফজল আমানুতুল্লা। সূত্র: এনডিটিভি।