মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘সেরা দুর্গাপ্রতিমা’ ছবির জন্যে পুরস্কারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০১৮
news-image

উৎসব মুখর মহানগরীর কি আর তর সয়! বাঙালির দুর্গাপুজো এখন দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায়। এবার পূজোতে মাএর ছ্বি তুলে জিতে নিন, পুরষ্কার। প্রতিযোগিতার মাধ্যমে শহরের ফটোগ্রাফারদের ‘সেরা দুর্গাপ্রতিমা’ ছবির জন্যে পুরস্কারের ব্যবস্থা করল কলকাতা পুলিশ। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘লেন্সে লড়াই’। শুধুমাত্র দুর্গা প্রতিমার ছবি সপ্তমী, অর্থাৎ ১৬ অক্টোবর দুপুর ১২ টা থেকে ১৮ অক্টোবর অর্থাৎ নবমীর রাত ১২ টা পর্যন্ত ছবি পাঠানো যাবে। ই মেল আইডি, ([email protected])।
সারাদিন একাধিক ফটো তুলে নিজের বিচারে প্রতিদিন একটিই ছবি পাঠাতে পারবেন প্রতিযোগীরা। অর্থাৎ , তিনদিনে ছবি পাঠাতে পারবেন কেবল তিনটি। ছবির সঙ্গে প্রতিযোগীর নাম-ঠিকানা-ফোন নম্বর তো বটেই, দিন-সময়-জায়গা উল্লেখ করতে হবে, যা না থাকলে ছবিটি প্রতিযোগিতায় বিবেচিত হবে না। কলকাতা শহরের পুজোর প্রতিমার ছবি ছাড়াও পাশের জেলা থেকে ছবিও পাঠানো যাবে। তবে ছবিতে কোনও গ্রাফিক্স বা অন্য কোনও কারসাজি করতে নিষেধ করা হয়েছে। কারসাজি করা হলে তা নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ধরে ফেলবে কলকাতা পুলিশ। প্রত্যক্ষ ছবিই একমাত্র বিবেচ্য হবে পুরস্কারের জন্য। কলকাতার পুজোর সেরা তিনটি ছবি, প্রথম-দ্বিতীয় -তৃতীয়, যাঁরা পাঠাবেন, তাদের পুরস্কার যথাক্রমে ২৫,০০০, ২০,০০০ এবং ১৫,০০০ টাকা। জেলার ছবিগুলির মধ্যে সেরা ১ টি ছবিকে ২৫,০০০ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। ছবির গুণাগুণ সাংস্কৃতিক জগতের বিশিষ্টরাই বিচার করবেন। ফল ঘোষিত হবে নভেম্বরের প্রথম সপ্তাহে। লালবাজারে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেবেন কলকাতা পুলিশের নগরপাল রাজীব কুমার।