বুধবার, ১০ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যর্থ জীবনের শেষ অধ্যায়

News Sundarban.com :
নভেম্বর ১৮, ২০২০
news-image

ব্যর্থ জীবনের শেষ অধ্যায়
সুভাষ চন্দ্র দাশ

প্রেম করেছিলাম ঠিকই-
কিন্তু সে ছিল দূরে,
মরীচিকার ন্যায়-
হারিয়ে গিয়েছে আঁধারে!

খুঁজেছি অনেক-
পায়নি দেখা,
অসহায় জীবন-
আজও কাটে দিন একা একা!

সেই দুঃখ বেদনা যন্ত্রণা-
ভগ্ন হৃদয়ে আঘাত করে বারে বারে,
আজও সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের ন্যায়-
যদি ফিরে আসে সে কোন একদিন আমার দ্বারে!

কেটে গেছে কত রাত কত দিন,
এমনই ভাবে হতাশায় গেছে কত বছর পেরিয়ে-
চাতকের ন্যায় তাকিয়ে নীল দিগন্ত আকাশ পাণে,
তবুও তো অধীর আগ্রহে পথপাণে তাকিয়ে!

সমুদ্রে ঢেউয়ের ন্যায়-
একদিন হারিয়ে যাবো মরীচিকার ন্যায় অতল গহ্বরে,
মনে রাখবে না কেউ এ অধম কে-
আলো কিংবা আঁধারে!

রয়ে যাবে আশা আকাঙ্খা-
শশ্মানের চিতায় হবে সমাপ্তি,
ভালোবাসার সেই মধুর স্বাদ-
যদি পরজনমেও পাই সেটাই হবে বড় প্রাপ্তি!!