শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০১৭
news-image

পড়া বোঝানোর নামে ছাত্রীদের গায়ে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের শিক্ষক সংগঠনের জেলা সম্পাদকের বিরুদ্ধে৷ যদিও অভিযুক্ত ইংরেজির শিক্ষক অমিত রায় ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘চক্রান্তে’র অভিযোগ এনেছেন৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের হাতিয়া হাইস্কুলের৷ ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন ক্ষোদ প্রধান শিক্ষক৷
একই সঙ্গে স্কুলের তরফেও শুরু হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত৷ সমগ্র ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, সংশ্লিষ্ট স্কুলের ইংরেজির শিক্ষক অমিত রায়৷ তিনি শাসকদল তৃণমূলের শিক্ষক সংগঠনের জেলা সম্পাদকও৷ তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একাধিক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছে প্রধান শিক্ষকের কাছে। অভিযোগের ভিত্তিতে স্কুলের তরফে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে৷ একইসঙ্গে তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীদের হাজিরা খাতা লোপাটের অভিযোগও উঠেছে৷