শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণ, জখম কমপক্ষে ২০

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৬, ২০১৭
news-image

দক্ষিণ-পশ্চিম লন্ডনের ভূগর্ভস্থ রেল স্টেশনে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জনের বেশি জখম হওয়ার আশঙ্কা। শুক্রবার স্থানীয় সময় সকাল আটটা নাগাদ বিস্ফোরণ ঘটে। পার্সন্স গ্রিন স্টেশনে সাদা বালতিতে বিস্ফোরক রাখা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের ছবি প্রকাশ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজনের মুখ ঝলসে গিয়েছে। অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রতিদিনের মত এদিনও ভূগর্ভস্থ ট্রেন ধরে অনেকই অফিস যাচ্ছিলেন। ট্রেনে বসেই তীব্র আওয়াজ শুনতে পান। তাঁদের কথায়, ‘স্টেশনে ট্রেন পৌঁছতেই সকলে আতঙ্কিত হয়ে কী ঘটেছে জানতে চায়।’ অফিস টাইম হওয়ায় স্টেশনে ভিড় ছিল যথেষ্ট। সেই সময় স্টেশন ছাড়তে হুড়োহুড়ির কারণেও অনেকে আহত হন। কীভাবে এই বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি। তবে পুলিস তদন্ত শুরু করেছে।