মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সৌর মিশন ‘আদিত্য এল-১’ লঞ্চের কাউন্টডাউন শুরু

News Sundarban.com :
সেপ্টেম্বর ১, ২০২৩
news-image

দেশের মধ্যে প্রথম সৌর মিশন ‘আদিত্য এল-১’ উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছে। এটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (পিএসএলভি) থেকে উৎক্ষেপণ করা হবে।ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) এক্স (ট্যুইটার) সূত্রে এই সুখবরটি শেয়ার করা হয়েছে। এই সংক্রান্ত পোস্টে জানানো হয়েছে, ২৩ ঘন্টা ৪০ মিনিটের ‘আদিত্য এল-১’ উৎক্ষেপণের কাউন্টডাউন শুক্রবার ১২টা ১০ মিনিট নাগাদ শুরু হয়েছে। আদিত্য মিশন শনিবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ চালু হবে।

এই মিশনটি এমন একটা সময়ে বাস্তবায়িত হচ্ছে যখন ভারতের চন্দ্রযান-৩ মিশন কয়েকদিন আগে সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে।

ইসরো ট্যুইটারে পোস্ট করেছে – পিএসএলভি-সি৫৭ / আদিত্য এল-১ মিশন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর আইএসটি সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ লঞ্চের জন্য কাউন্টডাউন শুরু হয় ৷ এর আগে, ইসরোর প্রধান এস সোমনাথ সাংবাদিকদের বলেন, রকেট এবং স্যাটেলাইট প্রস্তুত। আমরা উৎক্ষেপণের জন্য মহড়া সম্পন্ন করেছি। গন্তব্যে পৌঁছাতে ১২৫ দিন সময় লাগবে।

ইসরো-এর ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, আদিত্য এল-১ মহাকাশযানটি সৌর বায়ু অধ্যয়ন করার জন্য এবং সূর্যকে অন্বেষণ করতে ডিজাইন করা হয়েছে। এটি পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে। সূর্যকে অন্বেষণ করার জন্য এটি ভারতের প্রথম মিশন।