বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিকম্পে কাঁপল অযোধ্যাও

News Sundarban.com :
নভেম্বর ৫, ২০২৩
news-image

ভূমিকম্প কাঁপল উত্তর প্রদেশের অযোধ্যাও। শনিবার রাত ১ টা নাগাদ ভূমিকম্প কেঁপে ওঠে অযোধ্যা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর প্রদেশের অযোধ্যায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল অযোধ্যা থেকে ২১৫ কিলোমিটার উত্তরে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এদিকে রবিবার ফের কম্পন অুভূত হয় নেপালে। এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই ভূমিকম্পের জেরে এখনও অবধি নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। প্রশাসনের তরফে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নেপালের সেনাবহিনী, নেপালি সেন্টিনাল ও সশস্ত্র পুলিশ বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশেপাশের এলাকা থেকে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীও জোগাড় করে আনা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত রয়েছেন এবং তৎপরতার সঙ্গে চিকিৎসা করছেন আহতদের।