শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের আনন্দ শুরু হওয়ার মুহূর্তে রক্তে ভাসলো আফগানিস্তান, নিহত ১৭

News Sundarban.com :
জুলাই ৩১, ২০২০
news-image

ঈদের আনন্দ শুরু হওয়ার মুহূর্তে রক্তে ভাসলো আফগানিস্তান। দেশটির লগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন আরও ২১ জন। ঈদ উল আজহা উপলক্ষে তালেবান ও সরকারের মধ্যে সাময়িক অস্ত্রবিরতি কার্যকরের ঠিক আগে এ হামলা হলো। তবে এ বোমা হামলার দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান। খবর বিবিসির।

ঈদ উল আজহা উপলক্ষে গত মঙ্গলবার তিনদিনের অস্ত্রবিরতিতে সম্মত হয় তালেবান ও আফগান সরকার। শুক্রবার থেকে এ অস্ত্রবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। অস্ত্রবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার রাতে গাড়ি বোমা হামলার শিকার হলো লগার প্রদেশের বাসিন্দারা। গভর্নরের কার্যালয়ের পাশের দোকানে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষজনকে লক্ষ্য করে গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

প্রদেশ সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, এক আত্মঘাতী এ বোমা হামলা চালিয়েছে। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, ‘জঙ্গিরা আবারও ঈদ উল আজহার সময়ে হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছে।’

এদিকে তালেবানরা এ হামলার দায় অস্বীকার করেছে। তবে জঙ্গি গোষ্ঠী আইএসের পক্ষ থেকেও কোনো কিছু জানানো হয়নি।