বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে প্রথম স্থান পেয়েছে বাংলা

News Sundarban.com :
মে ৩, ২০২২
news-image

রাজ্যের মুকুটে নতুন পালক। আগেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কাজে প্রথম স্থান পেয়েছে বাংলা। এবার জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের গ্রামীণ পরিবার গুলিকে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়ার সংখ্যা ৪০ লক্ষ অতিক্রম করল।

শুধুমাত্র গত এপ্রিল মাসে ১ লক্ষ ৯৬ হাজারের বেশি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে বলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে জানানো হয়েছে। এর ফলে এপর্যন্ত রাজ্যে নতুন পানীয় জল সংযোগ পেল ৪২ লক্ষ ৩৩৩ টি পরিবার।

২০২০ সালে শুরু হওয়া জলস্বপ্ন প্রকল্পের আওতায় ২০২৪ সালের মধ্যে রাজ্যের ১ কোটি ৭৭ লক্ষ গ্রামীণ পরিবারকে পানীয় জলের সংযোগ দিতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে