রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গেম খেলায় মগ্ন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বধূর

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০২৪
news-image

গেম খেলায় মগ্ন বধূর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা প্রকাশ্যে এল। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের খাগড়া বাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনির ঘটনা।

কয়েকদিন ধরেই রাজ্যুজডে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। দক্ষিণের তুলনায় উত্তরের ঠান্ডা আরও বেশি। স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধেয় রান্নার ফাঁকেই আগুন পোহাতে পোহাতে গেম খেলছিলেন শিখা রায় বর্মন নামে এক বধূ। গেম খেলায় তিনি এতটাই মগ্ন হয়ে যান যে তাঁর শাড়ির আঁচলে আগুন ধরে গেলেও প্রথমে তিনি তা টেরই পাননি।আঁচল থেকে সারা কাপড়ে যখন আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন হুঁশ ফেরে বধূর। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে খবর, গৃহবধূর হাত এবং কোমর থেকে নীচের অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিস্থিতির জন্য সকলেই বধূর মোবাইলের গেম খেলার নেশাকে দুষছেন।

আরও দেখুন