বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাড়ি থেকে পালিয়ে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ে বাড়ী ফিরলো পঞ্চম শ্রেণীর ছাত্রী

News Sundarban.com :
জুলাই ৫, ২০১৮
news-image

স্কুলে পড়াশোনা একটু খারাপ করার জন্য বাড়ীতে আভিভাবক কে ডেকে অানতে বলেছিল স্কুলের শিক্ষিকা।ভয়ে বাড়ীতে গিয়ে কিছুই বলেনি দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের “মল্লিকপুর গার্লস হাইস্কুল(উঃমাঃ) এর পঞ্চম শ্রেণীর ছাত্রী অলিসা খাঁন।ভয়ে আতঙ্কিত ঐ ছাত্রী অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ী থেকে বেরিয়ে মল্লিকপুর ষ্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুর নামে,সেখান থেকে আবার ক্যানিং ট্রেনে উঠে ক্যানিং ষ্টেশনে নেমে ঘোরাঘুুরি করতে থাকে। একা ঐ ছাত্রী কে অস্বাভাবিক ভাবে ঘোরাঘুরি করতে দেখে রেলপুলিশ জিঞ্জাসাবাদ শুরু করলে ঐ ছাত্রী সমস্ত ঘটনা বলে রেল পুলিশ কে।ক্যানিং আরপিএফ খুবই তৎপরতার সাথে ঐ ছাত্রীর বাড়ীতে যোগাযোগ করে ঐ ছাত্রীকে তার বাবা আব্দুল্লা খাঁনের হাতে তুলে দেন। আব্দুল্লা খাঁন অঝোরে কেঁদে মেয়ে জড়িয়ে ধরে বলেন“আমার সব সর্বনাশষহয়ে যেত যেয়েকে না পেলে,ক্যানিং আরপিএফ যে ভাবে আমার ছোট্ট মেয়েকে উদ্ধার করে আমার হাতে তুলে দিয়েছেন তাতে করে রেলপুলিশের কাছে চির কৃতঞ্জ”।
অন্যদিকে ক্যানি আরপিএফ এর এস আই সহদেব যাদব বলেন রেলপুলিশ হিসাবে কর্তব্য পালন করে ঐ ছাত্রীকে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি”।