রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সম্মুখীন হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

News Sundarban.com :
জানুয়ারি ৩১, ২০২৪
news-image

রাঁচিতে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার সম্মুখীন হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি সংক্রান্ত অর্থ তছরূপের মামলার তদন্তের স্বার্থে সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে ইডির আধিকারিকেরা সোরেনের রাঁচির বাসভবনে উপস্থিত হয়েছেন।

এই জেরার কারণে রাঁচিতে সোরেনের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ফোর্সের চারটি কোম্পানি–সহ দুহাজারের বেশি নিরাপত্তা বাহিনীর কর্মীদের মোতায়েন করা হয়েছে। এই জেরার কারণে রাঁচির বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

২০ জানুয়ারি অষ্টম তলবের পরে, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জিজ্ঞাসাবাদের জন্য রাজি হন। তবে মুখ্যমন্ত্রী সোরেন নিজে ইডি অফিসে না গিয়ে আধিকারিকদের মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেকেছেন। এর আগে সাত ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। মুখ্যমন্ত্রীর জবাবে সন্তুষ্ট হয়নি ইডির দল। এরপর নবম ও তারপর দশম সমন পাঠানো হয়।