বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের  ডোকলাম ইস্যু উপ্তত পরিস্থিতি

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০১৮
news-image

ফের  ডোকলাম ইস্যু উপ্তত পরিস্থিতি , বলেছে, চিনা মিলিটারি ডোকলামে যে রাস্তা তৈরি করছে, তা ভুল নয়৷ এই পরিকাঠামো তৈরিকে “বৈধ” বলে আখ্যা দিয়েছে চিন৷
সিকিমে পূর্বে ডোকা লা এলাকায় রাস্তা তৈরি করছিল চিনা সেনা৷ বিষয় জানতে পারার পর ভারতীয় সেনা তাতে বাধা দেয়৷ এরপর প্রায় ৭০ দিন সীমান্তে মুখোমুখি অবস্থান করে ভারত ও চিন সেনা৷ শেষ পর্যন্ত চিনের তরফ থেকে সেনা সরিয়ে নেওয়া হয়৷ প্রতিক্রিয়াস্বরূপ ভারতও সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়৷
সূত্রএর খবর চিন সম্পূর্ণ হাত গুটিয়ে নেনয়নি ,৷ কিছুদিন আগে স্যাটেলাইট ইমেজে তার প্রমাণও পাওয়া যায়৷ কিন্তু এই স্যাটেলাইট ইমেজ নিয়ে অস্বস্তিতে পড়েছে চিন৷ দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং জানিয়েছেন, “আমি জানি না কারা এই ছবি প্রকাশ করেছে৷ বিস্তারিত তথ্যও জানি না আমি৷” গত বছর জুন মাসের মাঝামাঝি চিনা সেনাকে ডোকালামে আসা থেকে আটকায় ভারতীয় সেনা৷ কিন্তু চিনের মতে, তাদের নিজেদের এলাকায় রাস্তা তৈরি সম্পূর্ণ বৈধ৷ লু বলেছেন, “আপনাদের বিষয়টি নিয়ে পরিষ্কার থাকা উচিত৷ ডোংলং সবসময় চিনেরই অংশ৷ এটি সবসময় চিনের বিচারব্যবস্থার অন্তর্ভুক্ত৷ এনিয়ে কোনও বিতর্ক নেই৷ নিজের অঞ্চলে সার্বভৌমত্ব রক্ষা করে চিন৷ এটি বৈধ ও সমর্থনযোগ্য৷ যেমন ভারতের কোনও অঞ্চলে ভারতের সংবিধান নিয়ে কোনও মন্তব্য করবে না চিন, ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন, চিনারা পরিকাঠামোর উন্নতির জন্য কাজ করছে৷ যদি এভাবেই পরিকাঠামো উন্নয়ন চলতে থাকে, কিন্তু চিনা সেনারা সরে যায়, তাহলে ধরে নিতে হবে তারা আবার ফিরে আসবে৷ সম্ভবত শীতের জন্যই চিনারা আপাতত পিছু হটেছে বলে মনে করা হচ্ছে৷ তবে রাওয়াত বলেছেন, ভারতীয় সেনা সবসময় তৈরি৷ এখন চিনের সঙ্গে কূটনৈতিক স্তরে সম্পর্ক ভালো মানে এই নয়, যে সেনাদের তৈরি করতে হবে না৷