রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লালকৃষ্ণ আডবাণীর রাম রথযাত্রা সারা দেশে মন্দির মুক্তি আন্দোলনে নতুন প্রাণ দিয়েছিল

News Sundarban.com :
জানুয়ারি ১২, ২০২৪
news-image

অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণের সংকল্প এখন প্রায় শেষের পথে। এই সংকল্পকে সাকার করার কৃতিত্ব রাম ভক্তদের। সেই রামভক্তদের মধ্যে একজন প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি লালকৃষ্ণ আডবাণী । তাঁর রাম রথযাত্রা সারা দেশে মন্দির মুক্তি আন্দোলনে নতুন প্রাণ দিয়েছিল।

আডবাণী ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী। এই মুহূর্ত আনার জন্য, রামলালার একটি বিশাল মন্দির তৈরি জন্য, এবং তাঁর সংকল্প পূরণ করার জন্য আডবাণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন ৷ মাসিক পত্রিকা ‘রাষ্ট্রধর্ম’-এর বিশেষ সংখ্যার জন্য লেখা একটি প্রবন্ধে তিনি এসব অনুভূতি ব্যক্ত করেছেন। এই বিশেষ সংখ্যাটি ১৫ জানুয়ারি প্রকাশিত হবে।তিনি আরও বলেন, ‘রথযাত্রা শুরু হওয়ার কয়েকদিন পর আমি বুঝতে পেরেছিলাম, আমি একজন সারথি। রথযাত্রার প্রধান বার্তাবাহক ছিলেন রথ নিজেই এবং পূজার যোগ্য ছিলেন কারণ এটি মন্দির নির্মাণের পবিত্র উদ্দেশ্য পূরণ করতে শ্রী রামের জন্মস্থান অযোধ্যায় যাচ্ছিল।’ তাঁর লেখায়া তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও স্মরণ করেছেন। প্রাণ প্রতিষ্ঠার জমকালো অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি অনুভব করছেন তিনি।