রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দিল্লিতে সরকারি বাসভবন খালি করে দিলেন মহুয়া মৈত্র

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০২৪
news-image

মহুয়া মৈত্রকে ‘উচ্ছেদ’ করতে দিল্লির বাংলোতে দল পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে মহুয়ার আইনজীবী জানিয়েছেন, কেন্দ্রীয় দল পৌঁছনোর আগেই বাংলো খালি করে দিয়েছেন তাঁর মক্কেল। শুক্রবার সকাল ১০টা নাগাদ বাংলো খালি করে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে ডিরেক্টরেট অফ এস্টেট (ডিওই)-এর একটি দল মহুয়ার বাংলোতে পৌঁছয়। তাদের হাতে বাংলোর জিনিসপত্র তুলে দেওয়া হয়।

মহুয়ার আইনজীবী শাদান ফারাসাত বলেন, ‘‘নতুন দিল্লির টেলিগ্রাফ লেনে ৯বি নম্বর যে বাড়িটিতে মহুয়া মৈত্র ছিলেন, শুক্রবার সকাল ১০টার মধ্যে তা সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। মহুয়ার আইনজীবীরা ডিরেক্টরেট অফ এস্টেট-এর হাতে বাংলোর জিনিসপত্র তুলে দিয়েছেন। ডিওই আসার আগেই বাংলো খালি করা হয়েছিল। ফলে কোনও ‘উচ্ছেদ’ হয়নি।’’