রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল

News Sundarban.com :
জানুয়ারি ২১, ২০২৪
news-image

রাত পোহালে অযোধ্যায় উদ্বোধন রাম মন্দিরের। আর তাই পুজোর ভোগের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে পাঠানো হল জেলার সুগন্ধি চিনি গোবিন্দ ভোগ চাল। রবিবার সকালে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অযোধ্যার উদ্দেশ্যে এই চিনি আতপ চাল পাঠানো হয়েছএ। নারকেল ফাটিয়ে রামের পতাকা নাড়িয়ে চালের গাড়ির সূচনা করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বালুরঘাট থেকে একটি গাড়িতে করে মোট ১ হাজার ১ কেজি গোবিন্দভোগ চাল পাঠানো হয়েছে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “আমাদের জেলার এই চাল বিখ্যাত। খিচুড়ি রান্নার জন্য জনপ্রিয়। দেশের বিভিন্ন জায়গা থেকে রামমন্দির উদ্বোধনের আগে এই উপহার পাঠানো হচ্ছে। বালুরঘাট থেকে চিনি আতপ চাল পাঠিয়ে নিজেদের কৃতার্থ মনে করছি।”

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বালুরঘাট থেকে মোট ১ হাজার এক কিলো জেলার সুগন্ধি চিনি আতপ চাল অযোধ্যার উদ্দেশ্যে পাঠানো হল।