রবিবার, ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যপালের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

News Sundarban.com :
জানুয়ারি ২৪, ২০২৪
news-image

বুধবার বিকেলে হঠাৎই রাজভবনে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫ টা ২৭ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে প্রবেশ করেন। সেখানে রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষণের বৈঠক হয় মুখ্যমন্ত্রীর।এদিনের বৈঠক নিয়ে রাজভবন বা নবান্ন সূত্রে কোন তথ্য দেওয়া হয়নি। তবে অনুমান, মূলত তিনটি বিষয় নিয়ে দুই পক্ষের বৈঠক হয়।

প্রথমত, ২৬ জানুয়ারি রাজ্যপালকে আমন্ত্রণ জানাতে পারেন মুখ্যমন্ত্রী অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে যে সুপ্রিম কোর্টের যে মামলা চলছে সে মামলা নিয়ে আলোচনা হতে পারে। একইভাবে আগামী পাঁচ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। কিন্তু বিগত যে অধিবেশন চলেছিল তারই কোন ক্লোজিং হয়নি। কিন্তু যে কোন অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমতি লাগে এ ক্ষেত্রে যেহেতু অধিবেশন শেষ হয়নি। তাহলে ৫ তারিখের অধিবেশন শুরুটা হবে কিভাবে সেই জট কাটাতেই আজকের বৈঠক হয় বলে বিভিন্ন মহল মনে করছে।