শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাসন্তীতে বাসন্তীপূজার জলসত্র

News Sundarban.com :
মার্চ ২৬, ২০১৮
news-image

বাসন্তী পূজা উপলক্ষে চলছে জলসত্র। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার চুনাখালী বড়িয়া পুকুরপাড়া গ্রামবাসীর উদ্যোগে তৃতীয় বর্ষের বাসন্তী পূজা উপলক্ষে শুরু হয়েছে জলসত্র।রাস্তার পাশে দাঁড়িয়ে পথচলিত মানুষজনদের কে করজোড়ে দাঁড় করিয়ে তাদের হাতে তুলে দিচ্ছেন ঠান্ডা সরবৎ জল সহ বাতাসা,ছোলা। পুজা উদ্যোক্তা কমিটির কর্ণধার দেবাশীষ বৈরাগী বলেন “প্রচন্ড গরম মাঠ ঘাট শুকনো,সাধারণ মানুষ পিপাসা মেটানোর জন্য জলের খোঁজে দু-তিন কিমি পথ পাড়ী দিচ্ছেন।তারপর গাড়ীতে করে যাতায়াতের সময় জল তেষ্টা মেটানো দুষ্কর হয়ে যায়। যার জন্য আমরা প্রতি টি মানুষ কে করজোড়ে দাঁড় করিয়ে ঠান্ডা পানীয় সরবৎ খাওয়ার জন্য অনুরোধ করছি”।
দীর্ঘ রাস্তা অতিক্রম করে হাতের সামনে এমন জলসত্র পেয়ে দু-গ্লাস ঠান্ডা সরবৎ খেয়ে তৃপ্তি পেয়ে পথচারী দীনবন্ধু ঘরামী বলেন “রাস্তার ধারে যে ভাবে বিনয়ী ভাবে সাধারণ মানুষের হাতে জল তুলে দিচ্ছেন চুনাখালী বড়িয়ার পুকুরপাড়ার গ্রামবাসীরা তা তুলনাহীন। তিনি আরো বলেন প্রত্যন্ত সুন্দরবনে এমন জলসত্র এই প্রথম”
সাধারণ মানুষজন জলসত্রে জল খেয়ে খুশি মনেই গন্তব্যে রওনা হয়ে যান।