বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

News Sundarban.com :
জুন ৯, ২০২০
news-image

আইসোলেশনে আছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ হিসেবে জ্বর-কাশি দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শে নিজে থেকে আইসোলেশনে গেছেন তিনি। রোববার বিকেল থেকে জ্বর-কাশির উপসর্গ দেখা দেয় তার।

এরপরই সতর্কমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। নিজেকে একা করে ফেলেছেন সবার কাছ থেকে। মঙ্গলবার তিনি করোনা পরীক্ষার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবেন। – এনডিটিভি

এদিকে দিল্লিতে শপিং মল থেকে রেস্তোরাঁ এবং ধর্মস্থান খুলে যাচ্ছে সোমবার থেকে। তবে বন্ধ থাকছে ব্যাঙ্কোয়েট এবং হোটেল। করোনা ভাইরাসের জন্য দু’মাসের লকডাউন কেটে যাওয়ার পর রোববার এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

একটি অনলাইন বার্তায় তিনি জানান, আগামীদিনে নভেল করোনা ভাইরাসের চিকিৎসার জন্য হোটেল এবং ব্যাঙ্কোয়েটকে হাসপাতাল হিসেবে ব্যবহার করা হতে পারে। তাই এসব জায়গা বন্ধ থাকছে। আর কেন্দ্রের গাইডলাইন মেনে শপিং মল, রেস্তোরাঁ এবং ধর্মীয়স্থান সোমবার থেকে খুলে যাচ্ছে। অবশ্য কেন্দ্রের এবং গবেষকদের গাইডলাইন মেনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক পরতে হবে বলেও জানানো হয় অনলাইন বার্তায়।

৩০ মে কেন্দ্র জানিয়েছে, জুনের ৮ তারিখ থেকে আনলক-১ শুরু হচ্ছে। শুধু তাই নয়, লকডাউনের নিয়মেও থাকবে শিথিলতা।

বয়স্কদের উদ্দেশে কেজরিওয়ালের আহ্বান, তাদের জন্য করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। তাই তাদের ঘরেই থাকা উচিত।