বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘আওরঙ্গজেবের শাসন’ শুরুর প্রাক্কালে দলটিকে অভিনন্দন মোদির

News Sundarban.com :
ডিসেম্বর ৪, ২০১৭
news-image

সোমবার গুজরাটে এক নির্বাচনী প্রচারণায় কংগ্রেসকে খোঁচা দিয়ে মোদি বলেন, ‘আওরঙ্গজেবের শাসন’ শুরুর প্রাক্কালে তিনি দলটিকে অভিনন্দন জানাতে চান।

কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সোমবারই দলের সভাপতির পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন। তবে সভাপতি পদে দলের আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই রাহুল দলটির শীর্ষ পদে আসীন হতে চলেছেন।

এ বিষয়টির প্রতি ইঙ্গিত করে মোদি কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচনকে ১৭ শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেবের প্রসঙ্গ টানেন এবং ভারতের প্রাচীনতম দলটির অভ্যন্তরেই ‘গণতন্ত্রের চর্চা’ না থাকায় দলটির সমালোচনা করেন।

তিনি বলেন, “কংগ্রেসে ‘আওরঙ্গজেব শাসন’ শুরু হওয়ায় আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের জন্য, জনগণের কল্যাণ অনেক বড় বিষয় এবং ১২৫ কোটি ভারতীয় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।”