বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যানিংয়ের খালে নৌকা প্রতিযোগিতা 

News Sundarban.com :
সেপ্টেম্বর ১১, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং 

দক্ষিণ ২৪ পরগণা জেলার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীদের উদ্যোগে একদিনের এক অনবদ্য বাইচ(নৌকা) প্রতিযোগিতা শুরু হল বৃহষ্পতিবার দুপুরে। এই বাইচ প্রযোগিতায় এক সাথে দুইয়ের অধিক নৌকা খালের মধ্যে দিয়ে হাল বেয়ে মাঝীরা নিয়ে যাবেন নির্দিষ্ট লক্ষমাত্রার স্থানে। যে নৌকাটি দ্রুত গতিতে নির্দিষ্ট সীমানা অতিক্রম করবে সেই নৌকা কে জয়ী ঘোষণা করা হয়।অষ্টম বর্ষের এই বাইচ খেলাকে ঘিরে জেলার বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষজন ভীড় জমিয়েছিলেন নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের রামামারী গোবরামারী গ্রামের ঠাকুরাণী বেড়িয়া খালের দুই তীরে।

প্রতিযোগিতায় মোট ১৪ টি নৌকা সহ ১৪০ জন মাঝি অংশ গ্রহণ করেছিলেন। বাইচ প্রতিযোগিতা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আবুল কাসেম মোল্লা, আলাউদ্দিন মোল্লারা বলেন “করোনা আবহ চলায় দীর্ঘদিন ধরেই সাধাণ মানুষজন বিষন্ন ভাবে দীনযাপণ করছেন। সাধারণ মানুষের মধ্যে শান্তি নেই। আমরা প্রত্যন্ত গ্রাম্য এলাকায় বসবাস করে থাকি। সারা বছরে তেমন কোন অনুষ্ঠান বা খেলা ধূলা হয় না।তারপর করোনার দাপট চলায় খেলাধুলা এক প্রকার প্রায় বন্ধ রয়েছে। হতাশা থেকে গ্রামের মানুষজন একত্রিত হয়ে যাতে আনন্দ উপভোগ করতে পারি তার জন্য আমাদের এই নৌকা(বাইচ প্রতিযোগিতার আয়োজন। বৃহষ্পতিবার প্রতিযোগিতার শেষে প্রতিযোগিতায় জয়ীদের আর্থিক ও সদৃশ ট্রফি পুরষ্কার তুলেদেন আয়োজক কমিটির কর্মকর্তারা।