মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হচ্ছে ছট পুজোর প্রস্তুতি

News Sundarban.com :
নভেম্বর ৩, ২০২৩
news-image

গত কয়েক বছরের মতো এবারও ছট পূজার সময় ভক্তদের জন্য রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর উভয়ই বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ), কলকাতা পুরসভার (কেএমসি) সহায়তায়, শহরের বিভিন্ন জলাশয়ে প্রায় ৩৯টি ঘাট তৈরি করে বিকল্প ব্যবস্থা করবে। এগুলোর বেশিরভাগই নোনাডাঙ্গায় এবং ইএম বাইপাসের কাছে অবস্থিত জলাশয়।

এই বছর ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে ছট পূজা অনুষ্ঠিত হবে। কেএমডিএ কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা শীঘ্রই বিহারী সমাজের সদস্যদের সাথে এই নিয়ে আলোচনা করতে এবং প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে তাঁদের জানানোর জন্য বৈঠক করবেন।

কেএমডিএ-র এক আধিকারিক জানান, প্রস্তাবিত ব্যবস্থাগুলি গত কয়েক বছরে যা দেখা গেছে তার মতোই হবে। অনুষ্ঠানটি শেষ না হওয়া পর্যন্ত রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর উভয়ই বন্ধ থাকবে কারণ ভক্তদের আচার পালনের জন্য জলাশয়ের বাইরে অস্থায়ী এবং স্থায়ী উভয় প্রকারের প্রায় ৩৯টি ঘাট থাকবে। গত তিন থেকে চার বছর ধরে এরকমই হয়ে আসছে।