ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, দেশের তিন রাজ্যে জারি সতর্কতা

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আরও শক্তিশালী হয়েছে গত ২৪ ঘণ্টায়। ভূপৃষ্ঠের দিকে তীব্র গতিতে এগিয়ে আসছে। শনিবার মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি অর্জন করবে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই তিন রাজ্যের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে তাণ্ডব চালাবে সাইক্লোন।
মৌসম ভবন জানিয়েছে, দেশের পশ্চিম ও দক্ষিণ উপকূলে ঝড়ের প্রভাব বেশি পড়বে। আগামী ৩-৪ দিন সাগরের মধ্যে হাওয়ার গতিবেগ হতে পারে ১৩৫-১৪৫ কিলোমিটার থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত। গুজরাতের মৎস্যজীবীদের ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। ‘বিপর্যয়’-এর কারণে আগেভাগেই দেশের তিন রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং।