শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনে ত্রাতার ভূমিকায় চম্পা মহিলা সোসাইটি

News Sundarban.com :
এপ্রিল ২১, ২০২০
news-image

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –

চলছে লকডাউন। কাজকর্ম নেই। নেই কোন উপার্জনও। জমানো খাবার সামগ্রী কিংবা টাকা পয়সা শেষাগত । অগত্যা নিরুপায় প্রত্যন্ত সুন্দরবন এলাকার বাসন্তী ব্লকের কর্মজীবী মায়েরা।যাদের উপার্জনে পরিবারের সদস্যদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থান হতো লকডাউনে তারা ঘরে বসে থাকায় অসহায় ভাবে দিন কাটছে এলাকার দুঃস্থ পরিবার গুলির।এমন সংকটময় পরিস্থিতিতে সাময়িক ভাবে সামাল দেওয়ার জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল সুন্দরবনের বাসন্তী ব্লকের শিব গঞ্জের চম্পা মহিলা সোসাইটি।দুঃস্থ পরিবার গুলি ও তাদের ক্ষুধার্ত শিশুদের জন্য মঙ্গলবার সোসাইটির পক্ষ থেকে দুঃস্থ পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয় চাল,ডাল,আলু,লবন,বিস্কুট ও সাবান।এদিন দুপুরে চম্পা মহিলা সোসাইটির সদস্যারা ৫ নম্বর ভরতগড়,রামচন্দ্রখালি,হরেকৃষ্ণপুর,মসজিদবাটী,দিঘীরপাড় গ্রামে হাজীর হয়ে এক’শ দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।সংস্থার পক্ষথেকে অসময়ে এমন পর্যাপ্ত পরিমান ত্রাণ পেয়ে খুশি দরিদ্র দুঃস্থ পরিবার গুলি।