শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কোহলি আইপিএল মৌসুমের প্রথম ফিফটি উৎসর্গ করলেন মেয়ে ভামিকাকে

News Sundarban.com :
এপ্রিল ২৩, ২০২১
news-image

আইপিএলে কাল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হওয়ার আগেই এ ফ্র্যাঞ্চাইজি লিগে রান তোলায় সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। কিন্তু সামনে হাতছানি দিয়ে ডাকছিল অনন্য এক মাইলফলক।

সেই মাইলফলক গড়ার সঙ্গে দলকেও ১০ উইকেটে জিতিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। ৯ উইকেটে ১৭৭ রান তুলেছিল রাজস্থান। তাড়া করতে নেমেছিলেন বেঙ্গালুরুর দুই ওপেনার দেবদূত পাড়িক্কাল ও বিরাট কোহলি।

দেবদূতের ৫২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস বেঙ্গালুরুর জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেও কোহলির ইনিংসও ছোট করে দেখার অবকাশ নেই। ৪৭ বলে ৭২ রানের ইনিংস খেলে এক প্রান্ত ধরে রেখেছিলেন বেঙ্গালুরুর অধিনায়ক।

এই ইনিংস খেলার পথেই ১৩তম ওভারে চতুর্থ বলে ক্রিস মরিসকে চার মেরে আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক গড়েন কোহলি।

৫৯৪৯ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন কোহলি। ৭২ রানের ইনিংসটির পর আইপিএলে এখন তাঁর মোট রান ১৯৬ ম্যাচে ৬০২১। ব্যাটিং গড় ৩৮.৩৫।
৬ হাজার রানের মাইলফলক গড়তে ৫১ রান লাগত কোহলির। ব্যক্তিগত ৪৩ রানে মরিসের করা ওই ওভারে ব্যাটিং শুরু করেন তিনি।

প্রথম বলেই ছক্কা মেরে পৌঁছে যান ৪৯ রানে। পরের বলেই ১ রান নিয়ে আইপিএল মৌসুমের প্রথম ফিফটি তুলে নেওয়ার পর তা নিজের মেয়ে ভামিকাকে উৎসর্গ করেন কোহলি।

দুই হাতে সন্তান কোলে নেওয়ার ভঙ্গি করে প্যাভিলিয়নে বসে থাকা স্ত্রী আনুশকা শর্মার প্রতি উড়ন্ত চুমুও ছুঁড়ে দেন বেঙ্গালুরু তারকা। এরপর স্ট্রাইক পেয়েই ১ রান নিয়ে ৬ হাজার রানের মাইলফলক গড়েন কোহলি।

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় (৫৪৪৮ রান) সুরেশ রায়না টুইটারে অভিনন্দন জানিয়েছেন কোহলিকে, ‘এটা বিশাল কিছু। আইপিএলে প্রথম খেলোয়াড় হিসেবে ৬ হাজার রান করা বিরাট কোহলিকে দেখে নিন। দেখতে দারুণ লাগে। আরও সফলতা কামনা করি।’