শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনের মধ্যে বাসন্তীতে নাবালিকার বিয়ে আটকালো পুলিশ প্রশাসন

News Sundarban.com :
এপ্রিল ১৮, ২০২০
news-image

 

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং – শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ৭নং গরানবোস গ্রামের এক নাবালিকা মেয়ের বিয়ে আটকালো পুলিশ প্রশাসন। বাসন্তীর ৭নং গরানবোস গ্রামের বাসিন্দা ফরিদ আলী শেখ তার ১৬ বছরের নাবালিকা মেয়ের সাথে বিয়ের আয়োজন করে পাশের গ্রামের এক ব্যবসায়ীর ছেলের সাথে। ৮নং গরানবোস গ্রামের যুবক সাবির লস্কর চুপিসারে লকডাউনের মধ্যে নাবালিকা পাত্রীর সাথে বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন প্রশাসনের নজর এড়িয়ে।গোপন সুত্রে খবর পেয়ে চাইল্ড লাইন, সেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, জয়েন্ট বিডিও ও বাসন্তী থানার পুলিশ সকলেই একসাথে যৌথ অভিযান চালিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করেন। অবশেষে বেগতিক বুঝে নাবালিকার বাবা পুলিশকে লিখিত মুচলেখা জানিয়েছে মেয়ের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত মেয়েকে পড়াশোনা করাবেন এবং আঠারো বছর পেরিয়ে গেলে প্রশাসনকে জানিয়ে মেয়েকে বিয়ে দেবে।
করোনা ত্রাহি ত্রাহি বরে নাবালিক বিয়ে আটকাতে পের হাঁফ ছেড়ে পুলিশ প্রশাসন সহ অন্যান্যরা।