বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

জুরাসিক যুগের সামুদ্রিক প্রাণীর ফসিলের খোঁজ মিলল চিলিতে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:   জুরাসিক যুগের সামুদ্রিক প্রাণীর ফসিলের খোঁজ মিলল চিলিতে।
চিলিতে বিশ্বের সবথেকে শুষ্ক মরুভূমি অঞ্চলে এই ফসিলের খোঁজ পেয়েছেন ইউনিভার্সিটি অফ চিলির একদল বিজ্ঞানি।
প্রাণী ঠিক কি প্রজাতির তা নিয়ে গবেষণা শুরু করেছেন ইউনিভার্সিটি অফ চিলির বিজ্ঞানিরা।
প্রাথমির গবেষণায় জানা গেছে, ফসিলটি সরীসৃপ প্রজাতির প্রাণীর। সামুদ্রিক শিকারি তিমির বৈশিষ্ট্যের সঙ্গে এর মিল আছে।
গবেষকেরা জানিয়েছেন, প্লিওসোরস নামের এই সরীসৃপের ফসিলটি প্রায় ১৬ কোটি বছরেরও বেশি পুরোনো।

দক্ষিণ গোলার্ধে পাওয়া এমন ফসিলের মধ্যে সবচেয়ে প্রাচীনের তালিকায় এটি দ্বিতীয়।
বিজ্ঞানীরা প্রাণীটির চোয়াল, দাঁত ও ডানা পেয়েছেন। যেগুলো দেখতে পরিবেশগতভাবে অনেকটাই শিকারি তিমির মতো।
গবেষকদের ধারণা, এই প্রাণীটির চোয়ালের জোর টাইরানোসোরাস রেক্স নামের ভয়ংকর ডাইনোসরের চেয়েও বেশি ছিল।
ইউনিভার্সিটি অফ চিলির গবেষক দলের প্রধান রডরিগো ওতেরোর মতে, এই আবিষ্কার বিজ্ঞানীদের অনেক কাজে দেবে।
জার্নাল অফ সাউথ আমেরিকান আর্থ সায়েন্সে তথ্য অনুযায়ী, পুরো ফসিলটি লম্বায় ছয় থেকে সাত মিটারের (প্রায় ২০ থেকে ২৩ ফুট) মতো হবে।
মাথার খুলি এক মিটারের কাছাকাছি। ফসিলটির একেকটি দাঁত আট থেকে দশ সেন্টিমিটার

লম্বা বলে জানিয়েছেন রডরিগো ওতেরো।
উল্লেখ্য, চিলির বিশাল আটাকামা মরুভূমি একসময় প্রশান্ত মহাসাগরের জলরাশিতে আচ্ছাদিত ছিল। এখন বালি আর পাথরে পরিপূর্ণ। বহু বছর সেখানে বৃষ্টি পড়েনি।
বিজ্ঞানিদের অনুমান, জলসঙ্কট দেখা দিতেই মারা পড়েছিল এই বিশালাকার প্রাণীরা।
জলসঙ্কট সভ্যতার কাছে কতটা মারাত্মক হতে পারে উদ্ধার ফসিল তার প্রমাণ।